শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

Passenger Voice    |    ১০:৫৬ এএম, ২০২৪-০১-০৪


শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে বুধবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দিবাগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।


প্যা/ভ/ম